মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩

সংগৃহীত

মুম্বাইয়ে জনপ্রিয় আন্তর্জাতিক সংগীত উৎসব সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। দুর্ঘটনার ফলে তিনি কনকাশনে, অর্থাৎ মস্তিষ্কে আঘাতে আক্রান্ত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২০ ডিসেম্বর) রাতে আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী ডেভিড গুয়েটার সঙ্গে সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার উদ্দেশ্যে রওনা দেন নোরা ফাতেহি। এ সময় তার গাড়িকে ধাক্কা দেয় আরেকটি গাড়ি। জানা গেছে, ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার সময় নোরার সঙ্গে একই গাড়িতে ছিলেন ডেভিড গুয়েটা।

দুর্ঘটনার পরপরই নোরাকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা করেন। স্ক্যানে কোনো রক্তক্ষরণ বা গুরুতর অভ্যন্তরীণ আঘাত ধরা না পড়লেও চিকিৎসকেরা নিশ্চিত করেন যে তিনি কনকাশনে ভুগছেন। এ অবস্থায় তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়।

তবে শারীরিক অসুস্থতা উপেক্ষা করে নোরা ফাতেহি সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্ত নেন। মাথার তীব্র যন্ত্রণা নিয়েই তিনি আবার ডেভিড গুয়েটার সঙ্গে গাড়িতে উঠে নির্ধারিত গন্তব্যে পৌঁছান এবং অনুষ্ঠানে অংশ নেন। এই কনসার্টে ডেভিড গুয়েটার সঙ্গে মঞ্চে পারফর্ম করার পাশাপাশি তাদের আসন্ন আন্তর্জাতিক গানের একটি ঝলকও উপস্থাপন করার কথা রয়েছে তার।

আহত অবস্থাতেও মঞ্চে ওঠায় নোরার পেশাদারিত্ব ও দৃঢ় মনোবল ভক্তদের প্রশংসায় ভাসিয়েছে।

উল্লেখ্য, মরক্কান বংশোদ্ভূত এই বলিউড অভিনেত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লেট নাইট টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য জিমি ফ্যালন শো’-তে প্রথমবারের মতো অংশ নেন। সেখানে তিনি জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে একটি গানে পারফর্ম করেন।

সংগীতের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন নোরা ফাতেহি। তার হাতে রয়েছে একাধিক চলচ্চিত্র ও ওয়েব সিরিজের কাজ। দক্ষিণী চলচ্চিত্র ‘কাঞ্চনা চার’ ও ‘কেডি: দ্য ডেভিল’-এ অভিনয় করছেন তিনি। চলতি বছরে তার মুক্তিপ্রাপ্ত ও আসন্ন প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং অভিনেতা ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top