মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে যা বললেন মাধুরী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০০

সংগৃহীত

বলিউডের দুই কিংবদন্তি নায়িকা মাধুরী দীক্ষিত ও শ্রীদেবী এক সময়ের রাজত্ব করলেও, তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও মাধুরী সম্প্রতি সেই মিথ্যে তর্কের অবসান করেছেন। এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছেন, “আমাদের মধ্যে কখনও এমন কোনো কারণ ছিল না যে আমরা একে অপরকে অসম্মান করি। আমরা দুজনেই খুব কঠোর পরিশ্রম করেছি, এবং সেটা আমরা জানতাম।”

শ্রীদেবীর মৃত্যুর পর, করণ জোহরের ‘কলঙ্ক’ সিনেমায় শ্রীদেবীর অংশগ্রহণের প্রস্তাব মাধুরীর কাছে গিয়েছিল। শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর সামাজিক মাধ্যমে লিখেছেন, “কলঙ্ক আমার মায়ের হৃদয়ের খুব কাছের একটি সিনেমা। বাবা, খুশি কাপুর এবং আমি মাধুরীজিকে ধন্যবাদ জানাই এই সিনেমার অংশ হওয়ার জন্য।”

মাধুরী দীক্ষিত এখনও তার নতুন সিরিজ ‘মিসেস দেশপান্ডে’র মুক্তি উপভোগ করছেন। এই সিরিজে তিনি এমন একটি বন্দি চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি খুনের মামলায় পুলিশের সহায়তা করেন। সিরিজটি দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে।

মাধুরী দীক্ষিত এবং শ্রীদেবীর উত্তরসূরি জাহ্নবী ও খুশি কাপুরও বর্তমানে বলিউডে কাজ করছেন এবং মাঝে মাঝে মায়ের পোশাক পরিধান করে বিশেষ অনুষ্ঠান ও সিনেমা রিলিজে উপস্থিত হন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top