ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা ও ভাঙচুর, অনুষ্ঠান স্থগিত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪
ফরিদপুরে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের একটি কনসার্টে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কনসার্টটি স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে ‘বহিরাগতরা’ এ হামলা চালায় বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ কাজ করছে। এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার রাতে জেলা স্কুল প্রাঙ্গণে এ কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শুরুর প্রস্তুতির মধ্যেই হঠাৎ হামলার ঘটনা ঘটে। এতে মঞ্চ ও আশপাশের কিছু স্থাপনায় ভাঙচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হামলার পর নিরাপত্তাজনিত কারণে আয়োজকরা অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেন। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।
ঘটনার কারণ এবং হামলাকারীদের পরিচয় জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
বিস্তারিত আসছে…
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।