রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

টালিউড তারকা পার্নো মিত্র বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:১৬

সংগৃহীত

বিনোদন জগতের তারকাদের রাজনীতিতে যোগদান নতুন নয়। পশ্চিমবঙ্গের প্রখ্যাত টালিউড অভিনেত্রী পার্নো মিত্রও এবার সেই দলে যোগ করলেন। দীর্ঘ দিন ধরে ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে যুক্ত থাকা পার্নো মিত্র নির্বাচনের আগমুহূর্তে হঠাৎ দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

পার্নো মিত্রের আনুষ্ঠানিক তৃণমূল যোগদান ঘটে পশ্চিমবঙ্গের আইন ও স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি, কিন্তু জয় পাননি। নির্বাচনের পর থেকেই রাজনৈতিক মহলে পার্নো মিত্রের দলবদলের গুঞ্জন চলছিল।

অভিনয় জগতে পার্নো মিত্রের কীর্তি উল্লেখযোগ্য। ২০১১ সালে অঞ্জন দত্ত পরিচালিত সিনেমা ‘রঞ্জনা আমি আর আসব না’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম সিনেমাতেই তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। এছাড়া ঢাকাই চলচ্চিত্রে নাম লেখান মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করে।

পার্নো মিত্রের এই দলবদল পশ্চিমবঙ্গ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে তিনি কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ সৃষ্টি হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top