আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম, বড় পদ পাওয়ার সম্ভাবনা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম মো. তারেক রহমানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল আমজনতার দলে যোগ দিয়েছেন। দলে যোগ দেওয়ার পর তিনি গুরুত্বপূর্ণ কোনো পদ পেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
রোববার (আজ) কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে এবার আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং কোনো রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করার সিদ্ধান্ত নেন তিনি।
হিরো আলম বলেন,
“আমি আগেই ঠিক করেছিলাম, আগামী সংসদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নেব। সে কারণে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু আদর্শগত মিল না থাকায় সেখানে যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান,
“আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আমি তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এই দলের প্রার্থী হিসেবেই নির্বাচন করব। আজই সংবাদ সম্মেলনের মাধ্যমে সব বিস্তারিত জানানো হবে।”
এদিকে আমজনতার দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দলে যোগ দেওয়ার পর হিরো আলমকে একটি বড় ও গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে। বিষয়টি নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে।
উল্লেখ্য, এর আগে হিরো আলম একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ ও উপনির্বাচনে অংশ নিয়েছেন। এবার প্রথমবারের মতো তিনি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এনএফ৭১/এসআর
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।