শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

পর্দার গায়েহলুদেই বিভ্রান্তি! আসল সত্য জানালেন অনন্যা গুহ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৬:৫০

সংগৃহীত

বুধবার (৭ জানুয়ারি) হঠাৎ করেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় অভিনেত্রী অনন্যা গুহর গায়েহলুদের একাধিক ছবি। গায়ে হলুদ, মেহেন্দি—সব মিলিয়ে সাজ দেখে স্বাভাবিকভাবেই শুরু হয় জল্পনা। কথা ছিল ২০২৬ সালে বিয়ে করবেন অনন্যা। তবে কি তার আগেই গোপনে বিয়ে সেরে ফেললেন তিনি?

জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, বাস্তবে নয়—পর্দাতেই বিয়ে করছেন অনন্যা গুহ। বর্তমানে তিনি সান বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগে আদরে’-তে ‘ডিনা’ চরিত্রে অভিনয় করছেন। গল্প অনুযায়ী, ডিনার সঙ্গে সূর্য নামের একটি চরিত্রের বিয়ের আয়োজন চলছে। সেই সূত্রেই ধারাবাহিকে দেখানো হচ্ছে গায়েহলুদ, মেহেন্দি, সঙ্গীতসহ একাধিক বিয়ের অনুষ্ঠান। আর সেখান থেকেই ভাইরাল হয়েছে অনন্যার গায়েহলুদের ছবি। অভিনেত্রী নিজেই এই মুহূর্তগুলোর ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

বাস্তব জীবনে এখনও গাঁটছড়া বাঁধেননি অনন্যা গুহ। তবে নিজের বিয়ের দিনক্ষণ আগেই ঘোষণা করে রেখেছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে অনন্যা ও তাঁর হবু বর সুকান্ত কুণ্ডু একসঙ্গে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে জানানো হয়, তাদের বিয়েতে আর মাত্র দুই মাস বাকি। অর্থাৎ, ২০২৬ সালের ৬ মার্চ সামাজিকভাবে বিয়ে করবেন অনন্যা ও সুকান্ত।

ইতিমধ্যেই দুই পরিবারেই বিয়ের প্রস্তুতি অনেকটাই সম্পন্ন। এখন চলছে শেষ মুহূর্তের আয়োজন। অনন্যা গুহ অভিনয়ের পাশাপাশি একজন জনপ্রিয় ভ্লগার, অন্যদিকে সুকান্ত কুণ্ডু আইটি কর্মী হওয়ার পাশাপাশি একজন কনটেন্ট ক্রিয়েটর।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দুই পরিবারের সদস্য, বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে বাগদান ও রেজিস্ট্রি সম্পন্ন করেন অনন্যা ও সুকান্ত। রেজিস্ট্রির সময় লাল বেনারসিতে নজর কাড়েন অনন্যা, আর বাগদানের অনুষ্ঠানে জমকালো গাউনে ছিলেন অনিন্দ্যসুন্দর। দুই অনুষ্ঠানেই ছিল চোখধাঁধানো ফটোশুট।

জানা যায়, সুকান্ত কুণ্ডু হলেন অনন্যার দিদি তথা অভিনেত্রী অলকানন্দা গুহর বন্ধু। দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে চলতি বছরেই চার হাত এক হতে চলেছে এই জনপ্রিয় জুটির।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top