ফেনীর জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে চলে রান্নাবান্না
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৬, ১২:৪২
ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে প্রসূতি সেবায় চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। যেখানে জীবাণুমুক্ত পরিবেশে সিজারিয়ান অপারেশন পরিচালিত হওয়ার কথা, সেখানে গত দুই বছর ধরে অপারেশন থিয়েটারকে রান্নাঘর ও বিশ্রামকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রসূতি মা ও নবজাতকরা মারাত্মক সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন।
অভিযোগ অনুযায়ী, ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় নিয়মিত রান্নাবান্না করা হচ্ছে। পাশাপাশি ওই কক্ষে অবাধ যাতায়াত ও শৃঙ্খলাহীন পরিবেশ বিরাজ করছে। প্রতিদিন যেখানে অন্তঃসত্ত্বা নারীদের সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়, সেখানেই কিছু সিনিয়র স্টাফ নার্স থিয়েটারের কক্ষকে রান্নাঘর ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালের মতো একটি স্পর্শকাতর স্থানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে রান্নাবান্নার দৃশ্য দেখে জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ও রোগীর স্বজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
রোগীর স্বজনরা বলছেন, এ ধরনের অব্যবস্থাপনা সরাসরি প্রসূতি মা ও নবজাতকের জীবনের জন্য হুমকিস্বরূপ। আইরিন আক্তার নামে এক সেবাগ্রহীতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা আমাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সবচেয়ে বেশি সচেতন থাকার কথা, তারাই আমাদের অনিরাপদ করে তুলছে। আমাদের মতো মধ্যবিত্তরা বাধ্য হয়েই এসব অনিয়ম দেখেও সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসি। কর্তৃপক্ষ কোনোভাবেই এই অব্যবস্থাপনার দায় এড়াতে পারে না।”
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে লেবার ওয়ার্ড ও অপারেশন থিয়েটারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে নিরাপদ প্রসূতি সেবা প্রদানের আহ্বান জানানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।