পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৬, ১২:৩৪
পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোররাতে এ কম্পন অনুভূত হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে তাজিকিস্তান–শিনজিয়াং সীমান্ত অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে। পাকিস্তানের বিভিন্ন শহরে এ কম্পনের প্রভাব অনুভূত হয়।
এ বিষয়ে দ্য ডন–এর এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি গভীরতায় সংঘটিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে ইউরোপিয়ান–মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এর উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানের ভেতরে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের প্রভাব পাকিস্তান ছাড়াও তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানে অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।