রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৫:১৬

সংগৃহীত

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানকে সামনে রেখে শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী এই উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে কক্সবাজারের সমুদ্র সৈকতে ওপেন এয়ার সিনেমা প্রদর্শনী। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে লাবণী বিচ পয়েন্টে উৎসবের সিনেমাগুলো দেখার সুযোগ পাবেন দর্শকরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য জানানো হয়। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজন করা এবারের উৎসবে ৯১টি দেশের ২৪৫টি সিনেমা প্রদর্শিত হবে।

সিনেমাগুলো দেখানো হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, কবি সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নাট্যশালার মূল মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে। পাশাপাশি কক্সবাজারের লাবণী পয়েন্টে ‘ওপেন এয়ার স্ক্রিনিং’-এর আয়োজন থাকবে। সব প্রদর্শনীই বিনামূল্যে উপভোগ করা যাবে, তবে আসন সংখ্যা সীমিত থাকায় ‘আগে এলে আগে দেখবেন’ ভিত্তিতে আসন বণ্টন করা হবে।

উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ১০ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে চীনা পরিচালক চেন শিয়াং পরিচালিত ‘উ জিন ঝি লু’ (দ্য জার্নি টু নো এন্ড)।

উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে ১৮ জানুয়ারি একই ভেন্যুতে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী দিনে দেখানো হবে এবারের সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top