ওমরাহ পালন করলেন চিত্রনায়িকা পূর্ণিমা, ছবিতে আত্মিক প্রশান্তির ছোঁয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৩৪

সংগৃহীত

গ্ল্যামার আর রূপালি পর্দার ব্যস্ততা পেছনে ফেলে আত্মিক প্রশান্তির খোঁজে পবিত্র ভূমি মক্কা ও মদিনায় গেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ওমরাহ পালন শেষে সেই বিশেষ মুহূর্তগুলোর ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) নিজের ফেসবুক হ্যান্ডেলে একাধিক ছবি প্রকাশ করেন পূর্ণিমা। ছবিগুলো মদিনার পথে জেদ্দা মেট্রো রেলস্টেশনে তোলা। সেখানে আবায়া ডিজাইনের কালো বোরকার সঙ্গে সাদা হিজাবে দেখা যায় অভিনেত্রীকে। নেটিজেনদের কাছে তার এই পরিমিত ও মার্জিত উপস্থিতি বেশ প্রশংসা কুড়িয়েছে।

ছবির ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা লেখেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।” পাশাপাশি হ্যাশট্যাগ হিসেবে যুক্ত করেন— পূর্ণিমা, ওমরাহ ২০২৫ ও আবায়া স্টাইল।

এর আগেও কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন তিনি, যা ভক্তদের ভালোবাসা ও শুভকামনায় ভরে যায়।

বছরের শুরুতেই ওমরাহ পালনের খবরে পূর্ণিমার মন্তব্যের ঘর ভরে উঠেছে ভক্তদের দোয়া ও শুভেচ্ছায়। অনেকেই তার ইবাদত কবুল হওয়ার জন্য প্রার্থনা জানিয়েছেন।

যদিও ধারণা করা হচ্ছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গেই মদিনা সফর ও ওমরাহ পালন করছেন পূর্ণিমা, তবে এ বিষয়ে নিজে কোনো বিস্তারিত তথ্য জানাননি জনপ্রিয় এই অভিনেত্রী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top