সিবিআই সদর দপ্তরে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ বিজয় থালাপাতির
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৭:০৯
সময়টা ভালো যাচ্ছে না দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক বিজয় থালাপাতির। একের পর এক ঘটনায় চাপের মুখে রয়েছেন তিনি। কারুরে নির্বাচনী সমাবেশে পদপিষ্ট হয়ে নিহতের ঘটনা, শেষ ছবির সেন্সর জটিলতা এবং এবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন এই সুপারস্টার।
তামিলনাড়ুর কারুরে নির্বাচনী সমাবেশে পদপিষ্ট হয়ে ৪১ জন নিহতের ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে সোমবার (১২ জানুয়ারি) সকালে দিল্লির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) সদর দপ্তরে হাজির হন বিজয় থালাপাতি। সকাল ১১টা ২৯ মিনিটে দপ্তরে পৌঁছানোর পরই শুরু হয় তার জিজ্ঞাসাবাদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ছয় ঘণ্টা ধরে বিজয়কে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই নির্বাচনী সমাবেশের আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা ও ঘটনার সময়কার পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন করা হয় তাকে। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে সিবিআই সদর দপ্তর ত্যাগ করেন অভিনেতা।
সিবিআই সূত্র আরও জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিজয় থালাপাতিকে আবারও তলব করার পরিকল্পনা ছিল। তবে ফসল কাটার উৎসব পোঙ্গলে অংশ নেওয়ার কারণে তিনি ভিন্ন তারিখের আবেদন করেন। এতে সম্মতি দিয়েছে তদন্তকারী সংস্থা।
কারুর পদপিষ্ট মামলার তদন্তে বিজয় থালাপাতির পাশাপাশি তামিলনাড়ুর প্রাক্তন এডিজি (আইন-শৃঙ্খলা) এস ডেভিডসন দেবাশিরভাথমকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত কমিটি জানিয়েছে, হতাহতের প্রকৃত কারণ নিরপেক্ষভাবে নির্ধারণ করতে তারা কাজ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।