কে হলেন, রিয়াল মাদ্রিদের কোচ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৭:২৩
আলভারো আরবেলোয়া জুন ২০২৫ থেকে কাস্তিয়া দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং ২০২০ সাল থেকে রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতেই তিনি তার পুরো কোচিং ক্যারিয়ার গড়ে তুলেছেন। তিনি ২০২০–২০২১ মৌসুমে ইনফান্তিল ‘এ’ দলের কোচ হিসেবে লিগ চ্যাম্পিয়ন হন, ২০২১–২০২২ মৌসুমে কাদেতে ‘এ’ দলের দায়িত্ব পালন করেন এবং ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত যুবেনিল ‘এ’ দলের কোচ ছিলেন। যুবেনিল ‘এ’ দলের কোচ হিসেবে তিনি ২০২২–২০২৩ মৌসুমে ট্রেবল (লিগ, কোপা দেল রে ও কোপা দে কাম্পেওনেস) জয় করেন এবং ২০২৪–২০২৫ মৌসুমে লিগ শিরোপা অর্জন করেন।
খেলোয়াড় হিসেবে আলভারো আরবেলোয়া রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল সময়ের অংশ ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রিয়ালে জার্সি গায়ে ২৩৮টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি মোট ৮টি শিরোপা জয় করেন: ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ১টি ক্লাব বিশ্বকাপ, ১টি ইউরোপিয়ান সুপার কাপ, ১টি লা লিগা, ২টি কোপা দেল রে এবং ১টি স্প্যানিশ সুপার কাপ।
আলভারো আরবেলোয়া
স্পেন জাতীয় দলের হয়েও আলভারো আরবেলোয়া একটি ঐতিহাসিক যুগের অংশ ছিলেন। তিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ এবং ২টি ইউরো চ্যাম্পিয়নশিপ (২০০৮ ও ২০১২) জয় করেন। জাতীয় দলের হয়ে তিনি মোট ৫৬টি ম্যাচ খেলেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।