মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

সামাজিক যোগাযোগমাধ্যমে রোজার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৮:৪২

সংগৃহীত

মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের নাম সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, বিশেষ করে ফেসবুক ও ইনস্টাগ্রামে। আলোচনার কেন্দ্রবিন্দুতে তার নামের সঙ্গে যুক্ত জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

রোজা ও তাহসানের বিবাহ বন্ধন মাত্র এক বছর পূর্ণ হওয়ার আগেই শেষ হওয়ার খবর প্রকাশ্যে আসায় ভক্ত ও শোবিজের মানুষদের মধ্যে চমক সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রোজার পুরোনো ভিডিও এবং ছবি নিয়েও চলছে আলোচনা। বিশেষ করে ২০২১ সালের ৩০ মে ইনস্টাগ্রামে আপলোড করা একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রোজা গানের সঙ্গে নৃত্য করছেন।

এ বিষয়ে নিজের বিবাহিত জীবন ও বিভ্রান্তি দূর করতে মুখ খুলেছেন তাহসান। তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমানে তাদের দাম্পত্য জীবন সুস্থ ও স্বাভাবিকভাবে চলমান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top