শ্রীলঙ্কায় ঢালিউডের শাকিব খানের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত জ্যোতির্ময়ী কুণ্ডু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৫:১৯
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু শ্রীলঙ্কায় ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করছেন। গত পাঁচ দিন ধরে জোরকদমে চলেছে এই শুটিং। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে জ্যোতির্ময়ীকে। পরিচালনার দায়িত্বে আছেন আবু হায়াত মাহমুদ।

এদিকে, মঙ্গলবার (২০ জানুয়ারি) ‘প্রজাপতি ২’ সিনেমার ২৫ দিন পূর্তি উপলক্ষে আনুষ্ঠানিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে জ্যোতির্ময়ী কুণ্ডু সেখানে উপস্থিত ছিলেন না। গণমাধ্যমের ফোনে তিনি জানান, বর্তমানে শুটিং প্রস্তুতিতে ব্যস্ত, তাই আগের সিনেমার উদযাপনে যোগ দিতে পারেননি। তিনি বলেন, “আমার প্রথম সিনেমার ২৫ দিনের পূর্তি। যাদের হাত ধরে বড়পর্দায় এলাম, তাদের উদযাপনে যেতে পারিনি। খুব খারাপ লাগছে, কিন্তু এখন কাজের মধ্যে মন দিচ্ছি।”
জ্যোতির্ময়ী জানান, দিনরাত এক করে শুটিং করছেন। “আমাদের কাজ তো ঘড়ি ধরে হয় না। প্রয়োজন পড়লে রাত জেগেও শুটিং করতে হয়। দ্রুত কাজ শেষ করাটাই মূল লক্ষ্য,” তিনি বলেন।

তিনি আরও বলেন, ‘প্রজাপতি ২’ সিনেমা তাকে দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ দিয়েছে, আর ‘প্রিন্স’ বাংলাদেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ এনে দিয়েছে। ঢালিউডের সহকর্মীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী মিষ্টি হাসি দিয়ে জানান, “খুব সহযোগিতা করছেন, উচ্চারণ ঠিকভাবে বলার জন্য সাহায্য করছেন। শাকিব খান ও দেবের সঙ্গে কাজের সময় খুবই সুগম। সহ-অভিনেতাদের সহযোগিতা প্রচণ্ড।”
শুটিংয়ের ফাঁকে শ্রীলঙ্কার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন জ্যোতির্ময়ী। লন্ডনেও আগের সিনেমার শুটিং চলাকালীন তিনি ঘুরেছেন। ডেটিং সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “কাউকে নেব না, নিজের সঙ্গে সময় কাটাব।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।