সোনম কাপুর দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৫:২১
কাপুর পরিবারে ফের খুশির জোয়ার। দুই বছর আগে পুত্রসন্তান বায়ুর আগমনের পর এবার দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেবি বাম্পের ছবি শেয়ার করে এই সুখবরের ঘোষণা দিয়েছেন অনিল-কন্যা।

তবে সোনম কেবল সুখবর দিয়েই ক্ষান্ত হননি; গর্ভাবস্থায় ফ্যাশনের দিক থেকেও তিনি নজর কেড়েছেন। সাধারণত গর্ভাবস্থায় ঢিলেঢালা পোশাকের প্রবণতা থাকলেও সোনম বেছে নিয়েছেন সাহসী এবং শরীরের বাঁক ফুটিয়ে তোলা ‘বডি-ফিটেড’ কালো পোশাক। হাই-নেক ক্রপ টপ, ডাবল কলার ব্লেজার এবং পেন্সিল-ফিট ম্যাক্সি স্কার্টে তিনি যেন এক আধুনিক দেবীর প্রতিচ্ছবি।
তার সাজের আকর্ষণ ছিল স্ফীতোদরের ওপর পরা ট্রেন্ডি চেইন। হাতে ‘হার্মিস’ ব্যাগ এবং মুখে ন্যুড মেকআপে সোনম দেখালেন, মা হওয়ার জার্নিতেও ফ্যাশন হতে পারে অনন্য। এই ‘ম্যাটারনিটি লুক’-এর স্টাইলিং করেছেন তার বোন রিয়া কাপুর।

উল্লেখ্য, ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। ২০২২ সালে তাদের প্রথম সন্তান বায়ু জন্মগ্রহণ করে। বর্তমানে ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ নিতে যাওয়া এই অভিনেত্রী তাঁর সাহসিকতা ও আভিজাত্যের জন্য অনুরাগীদের প্রশংসায় ভাসছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।