মেয়েদের কুমারীত্ব নিয়ে বিতর্কিত পোস্ট, নেটিজেনদের তোপে ড. কুশল
Nasir Uddin | প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১৭:১৩

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক বিতর্কিত পোস্ট করে নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ড. কুশল। তিনি পেশায় একজন চিকিৎসক হলেও, সাম্প্রতিক সময়ে নিয়মিত কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তবে তার একটি ফেসবুক পোস্ট ঘিরে সম্প্রতি ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে, যা নিয়ে সমাজের বিভিন্ন স্তরে সমালোচনার ঝড় বইছে।
ড. কুশল একটি পোস্টে লিখেছিলেন, "Virginity ends in one night. But that one night creates a bond that gives your marriage the light and might that nothing else can give it… That is why, as much as possible, you should marry a virgin." এই পোস্টে তিনি মূলত নারীদের কুমারীত্ব নিয়ে একধরনের পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা অনেকেই নারী বিদ্বেষমূলক ও অপমানজনক হিসেবে আখ্যা দেন।
এই পোস্টের পর পরই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পোস্টের তীব্র সমালোচনা করে মন্তব্য করেন। সমালোচনার মুখে পড়ে ড. কুশল অনেক নেতিবাচক মন্তব্য ডিলিট করে দেন এবং সমালোচকদের ব্লক করে দেন। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হলে তিনি অবশেষে পোস্টটি মুছে ফেলতে বাধ্য হন। শুধু এই একটি পোস্ট নয়, আরও কিছু কটাক্ষমূলক ও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েও তিনি সমালোচনার জন্ম দিয়েছেন।
নিজেকে সমাজের একজন সচেতন ও সুসজ্জিত নাগরিক হিসেবে দাবি করলেও, নারীদের নিয়ে এমন বিতর্কিত এবং বৈষম্যমূলক মন্তব্য করে ড. কুশল প্রমাণ করছেন বিপরীত কিছু—এমনটাই মত দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
ড. কুশল এর পোস্ট করা কথাগুলো ছিল:
ড. কুশলের লেখাটি বাংলায় তুলে ধরা হলো:
কৌমার্য এক রাতে শেষ হয়।
কিন্তু সেই এক রাত এমন একটি বন্ধন তৈরি করে যা আপনার বিবাহকে এমন আলো ও শক্তি দেয় যা অন্য কিছু দিতে পারে না।
এই কারণেই, যতটা সম্ভব, আপনাকে একজন কুমারী মেয়েকে বিয়ে করা উচিত।
একজন নারী যিনি কেবল আপনাকেই চেনেন, তিনি এমন একজনের তুলনায় আপনার প্রতি বেশি সন্তুষ্ট হবেন, যিনি একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছেন।
একজন কুমারীর কম্পন এবং শক্তি একজন অ-কুমারীর চেয়ে ভিন্ন।
আপনি এমন একজন নারীর সাথে কতটা ঘনিষ্ঠ হতে পারবেন এবং দাম্পত্য সম্পর্ক সম্পন্ন করতে পারবেন, তার একটি সীমা রয়েছে যদি তিনি আপনার আগে অন্য পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে থাকে
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।