বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসুতে শিবিরের জয়ের জন্য পাকিস্তান জামায়াতে ইসলামী শুভেচ্ছা জানালো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯

পাকিস্তান জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে নেওয়া। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বিজয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামী। বুধবার (১০ সেপ্টেম্বর) দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এ বার্তা প্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়, “বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হলো। দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। এটি দেশের ইতিহাসে প্রথমবারের ঘটনা।”

জামায়াতে ইসলামী পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতপন্থি বিভিন্ন শক্তির সমর্থন পেয়েও শেষ পর্যন্ত বিজয় এসেছে শিবিরের পক্ষেই। তারা আরও উল্লেখ করেছে, “এই বিজয় ছাত্র-তরুণদের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি দেশের জনগণকে ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তি দিতে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে।”

শুভেচ্ছা বার্তায় তারা অন্তর্বর্তী সরকারের ভূমিকাকেও প্রশংসা করেছে, উল্লেখ করে যে, সব প্রতিকূলতা সত্ত্বেও সরকার নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top