শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পিএসজির জয়ের নায়ক আশরাফ হাকিমি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:১৯

পিএসজির জয়ের নায়ক আশরাফ হাকিমি

রোববার (২২ সেপ্টেম্বর) অলিম্পিক লিওনের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পিএসজির হয়ে জোড়া গোল করেন ৭৬ মিনিটে মেসির বদলে নামা আশরাফ হাকিমি।

পিএসজি শুরুতেই ১ গোলে এগিয়ে গেলেও ম্যাচের ৩৯ মিনিটে বুবাকার কুয়াইৎের গোলের সুবাদে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার বন্দোবস্ত প্রায় করেই ফেলেছিলো মেস।

৭৬ মিনিটের সময় লিওনেল মেসিকে মাঠ থেকে তুলে নেয়ার সিদ্ধান্তে নাখোশ ছিলেন মেসি। মেসিকে উঠিয়ে নামানো হয়েছিলো ডিফেন্ডার আশরাফ হাকিমিকে। ডিফেন্ডার হলেও জোড়া গোল করে পিএসজিকে জয় এনে দিয়েছেন এ স্প্যানিশ ফুটবলার। হাকিমির জয়সূচক গোলটি এসেছে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে।

এ জয়ের ফলে সাত ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি।


এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top