কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২২, ০১:০৩

কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি

ইংলিশ এফএ কাপে পিটাবরা ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে একটি করে গোল করেছেন রিয়াদ মাহরেজ ও জ্যাক গ্রিলিশ।

মঙ্গলবার (১ মার্চ) দিবাগত রাতে ম্যাচ শুরুর আগে ম্যানসিটির অধিনায়ক জিনচেনকো ও পিটাবরার অধিনায়ক ইউক্রেনের পতাকা তুলে ধরেন। এ সময় জায়ান্ট স্ক্রিনে লেখা ওঠে "We Stand With Ukraine" (আমরা ইউক্রেনের পাশে আছি)।

খেলার প্রথমার্ধে বেশ বেগ পেতে হয় ম্যানসিটিকে। পেপ গার্দিওলার শিষ্যরা প্রথমার্ধে জালের নাগালই পায় না।

বিরতির পর ৬০ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় স্কাই ব্লুজরা। এ সময় রিয়াদ মাহরেজ গোল করেন। ৬৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় গোল করেন জ্যাক গ্রেয়ালিশ। তাকে গোলে সহায়তা করেন ফিল ফোডেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top