দেয়ালের সঠিক রঙ বাছাই
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১, ০৩:১১

দেয়াল মানেই ঘরের আভাস। আর ঘর মানেই দেয়ালের শোভা। নান্দনিক আসবাব, শৌখিন পণ্য ঘরে থাকেই। তারপরও ঘরকে কেমন শূন্য মনে হয়। যখন শূন্য মনে হবে, তখন অন্দরের আসবাব আর শৌখিন পণ্যের রদবদল না করে পাল্টে ফেলুন ঘরের দেয়ালটাকে। এবার দেখুন কেমন ঝলমল করে ওঠে পুরো ঘরের চেহারা। কোন ঘরে কোন রঙ ব্যবহার করবেন দেখে নেয়া যাক-
- বসার ঘরে কমলা, ঘিয়ে, হালকা সবুজ ইত্যাদি রঙ মানাবে। ঘর বড় হলে গাঢ় রঙ ব্যবহার করুন।
- খাবার ঘরে বিস্কিট, সবুজ বা সাদা রঙ মানায়। গাঢ় রঙ না হওয়াই ভালো।
- শোবার ঘর বড় হলে এবং বেশি আসবাব না থাকলে বিস্কিট, নীল রঙ ব্যবহার করুন। ঘর ছোট হলে ক্রিম, গোলাপি, শ্যাওলা, সবুজ ইত্যাদি রঙ ব্যবহার করুন।
- শিশুদের ঘরে গোলাপি, সবুজ, হলুদ, বেগুনি রঙ ব্যবহার করুন।
- রান্নাঘরে এক রঙের সাদা বা হালকা নকশার টাইলস ব্যবহার করুন।
- বারান্দায় সাদা, ঘিয়ে বা অফ হোয়াইট রঙ ব্যবহার করুন। যদি টবে গাছ থাকে তাহলে দেয়ালে সবুজ ব্যবহার করুন।
দেয়াল রঙের ক্ষেত্রে মনে রাখবেন, হালকা রঙে ঘর বড় দেখায়, গাঢ় রঙে ঘর ছোট মনে হয়। নীল, সবুজ, বেগুনি স্নিগ্ধ রঙের তালিকায় পড়ে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: দেয়ালের সঠিক রঙ বাছাই
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।