৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৫
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর পুরনো বিমানবন্দর এলাকায় প্যারা জাম্প অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি (DMTC) আজ ১৫ ডিসেম্বর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, প্যারাট্রুপারদের নিরাপত্তার কারণে মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল দুপুর ১১:৫০ মিনিট থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু চলাচলের জন্য সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।