হত্যা মামলায় আসামি তৌহিদ আফ্রিদি সিআইডির হাতে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫, ১০:৩৭

এবার গ্রেপ্তার হলেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। রোববার, ২৪ আগস্ট, রাতে ঢাকার সিআইডির বিশেষ টিম বরিশাল নগরের বাংলাবাজারে তার মামার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।
এর আগে ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছিলো জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স। সংগঠনের দাবি—আফ্রিদি শুধু বর্তমান সরকারের নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। এর আগেই ১৭ আগস্ট গ্রেপ্তার হন তৌহিদের বাবা এবং মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী।
তাদের বিরুদ্ধে রয়েছে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলা। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসামির তালিকায় আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ মোট ২৫ জন। এই মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি, আর তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বরে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।