হাইকোর্টে ২৫ নতুন অতিরিক্ত বিচারপতির শপথ আজ দুপুরে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫, ১২:১১

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নিচ্ছেন হাইকোর্ট বিভাগের ২৫ নতুন অতিরিক্ত বিচারপতি। শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে তাঁদের নিয়োগ দিয়েছেন। শপথ নেওয়ার দিন থেকে অনধিক দুই বছরের জন্য তাঁদের দায়িত্ব পালন করতে হবে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—আইন সচিব শেখ আবু তাহের, অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল লুৎফর রহমান, জেসমিন আরা বেগমসহ মোট ২৫ জন। নতুন বিচারকদের মধ্যে এনসিপি নেতা সারজিস আলমের শ্বশুরও আছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top