শেখ হাসিনার মামলায় আমিই হয়তো শেষ সাক্ষী: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৭

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় হয়তো তিনিই শেষ সাক্ষী।

এই মামলার প্রধান আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এদের মধ্যে শেখ হাসিনা ও কামাল পলাতক, আর মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

নাহিদ ইসলাম বলেছেন, “এখন পর্যন্ত ট্রাইব্যুনালের বিচারকাজ নিয়ে আমরা সন্তুষ্ট। দ্রুততম সময়ে রায় আসবে বলে আশা করি।” তিনি আরও প্রত্যাশা করেন যে, সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে জুলাইয়ের গণহত্যার বিচার চলমান রাখার প্রতিশ্রুতি দেবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top