বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে বাজেয়াপ্ত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৫

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) এ রাখা ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘ আইনি লড়াই ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অর্থ বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড হ্যাকিংয়ের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে অর্থটি ফিলিপাইনে পাচার করা হয়। ধারণা করা হয়, দেশীয় একটি চক্র আন্তর্জাতিক হ্যাকারদের সহায়তা করেছিল।

ঘটনার এক মাস পর, ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫), তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ ও ফৌজদারি আইন অনুযায়ী। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন।

বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে অন্যতম বড় এই সাইবার জালিয়াতির অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top