সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেফতার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেফতার করা হয়েছে।
গুলশান থানার ওসি হাফিজুর রহমান বুধবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শাহজাদপুরের আজমেরী এলাকায় নিজ বাসা থেকে পুলিশ অভিযান চালিয়ে হাজেরা খাতুন নার্গিসকে গ্রেফতার করে। আইনি অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
হাজেরা খাতুন দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন (০১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।