সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলায় গ্রেপ্তার ১৭: ডিএমপি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৪১

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম সোমবার দুপুর সোয়া ১২টায় এক ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে থানা পুলিশ ১৩ জন, সিটিটিসি ৩ জন এবং ডিবি ১ জনকে আটক করেছে।

তিনি বলেন, “প্রথম আলো মামলার অভিযোগ করেছে, ডেইলি স্টারের মামলা প্রক্রিয়াধীন। ভিডিও ফুটেজের মাধ্যমে দুষ্কৃতকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

ডিএমপি জানিয়েছে, হামলার মূল উদ্দেশ্য ছিল সুযোগসন্ধানী লুটপাট এবং দেশের অরাজক পরিস্থিতি তৈরি করা। একাধিক ঘটনা ঘটানোর সময় দুষ্কৃতকারীরা ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রেখেছিল।

মামলায় একজন আসামি মোহাম্মদ নাঈম নগদ ৫০ হাজার টাকা লুট করে সেই টাকা দিয়ে একটি টিভি ও একটি ফ্রিজ কিনেছিল, যা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: মো. আকাশ আহমেদ সাগর, মো. আব্দুল আহাদ, মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে মিনহাজ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সোহেলা রানা, মো. আব্দুল বারেক শেখ ওরফে আল-আমিন, রাশেদুল ইসলাম, সোহেল রানা, শফিকুল ইসলাম।

সিটিটিসি গ্রেপ্তার করেছে মোহাম্মদ প্রান্ত শিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাসেম ও রাজু হোসাইন চাঁদকে। ডিবি গ্রেপ্তার করেছে মো. সাইদুর রহমানকে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top