স্রাবের রঙ শুধু হলুদ নয়, শরীরের স্বাস্থ্যও জানায় অন্য রঙ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮

প্রস্রাবের রঙ শুধু হলুদ নয়, বরং লাল, কমলা, সবুজ, নীল, বেগুনি এমনকি রঙধনুর মতোও হতে পারে। সম্প্রতি বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এই রঙের ভিন্নতা শরীরের ভেতরের অবস্থার ইঙ্গিত দিতে পারে।
প্রস্রাব মূলত শরীরের বর্জ্য পদার্থ বের করার একটি প্রক্রিয়া। প্রোটিন, লোহিত রক্তকণিকা ও মাংসপেশি ভেঙে তৈরি হওয়া নাইট্রোজেনজাত বর্জ্য যেমন ইউরিয়া ও ক্রিয়েটিনিন প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়।
লাল রঙ সাধারণত প্রস্রাবে রক্ত মিশে থাকার ইঙ্গিত দেয়। কিডনি, প্রোস্টেট, মূত্রনালি বা মূত্রাশয়ে রক্তপাত থাকলে প্রস্রাব লাল হয়ে যেতে পারে। এর কারণ হতে পারে কিডনিতে পাথর, ক্যান্সার, আঘাত বা সংক্রমণ। তবে বেশি বিটরুট খেলে সাময়িকভাবে লালচে রঙ আসতে পারে।
স্বাভাবিকভাবে প্রস্রাব হলুদ রঙের হয়। গাঢ় হলুদ বা কমলা রঙ সাধারণত শরীরে পানির ঘাটতি নির্দেশ করে। প্রস্রাবের হলুদ রঙের জন্য দায়ী ইউরোবিলিন। কিডনি বা লিভারের সমস্যা থাকলে, যেমন পিত্তনালিতে ব্লক, প্রস্রাবের রং কমলা বা বাদামি হতে পারে।
শরীরের স্বাস্থ্যের সংকেত বুঝতে প্রস্রাবের রঙে মনোযোগ দেওয়াই গুরুত্বপূর্ণ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।