বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

বিষফোড়া কাদের বেশি হয়? জেনে নিন সমাধান

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫

সংগৃহীত

ত্বকে যে যন্ত্রণা সবচেয়ে কষ্ট দেয়, তার মধ্যে একটি হলো ফোঁড়া বা বিষফোড়া। এটি এক বা একাধিক জায়গায় হতে পারে এবং তীব্র ব্যথা সৃষ্টি করে। তবে ফোঁড়া আসলে কেন হয়?

ফোঁড়ার কারণ

ফোঁড়া মূলত ত্বকের রোমকূপে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে তৈরি হয়। বিশেষ করে স্টাফিলোকক্কাস অরিউস নামের ব্যাকটেরিয়া এর মূল কারণ। এই ব্যাকটেরিয়া ত্বকের রোমকূপের ভেতরে প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করে। সংক্রমণের সঙ্গে মৃত কোষ মিশে পুঁজ বা ফোঁটা তৈরি হয়। যখন পুঁজ ত্বকের ওপর উঠে আসে, তখন আমরা ফোঁড়া দেখতে পাই।

একটি ফোঁড়া মানেই প্রায়ই ত্বকের ভেতরে আরও ফোঁড়া থাকতে পারে।

ফোঁড়া বেশি কোথায় হয়?

কোমর, ঘাড়, পিঠ, কনুই — ঘাম বেশি হয় এমন স্থান

পরিচ্ছন্নতার অভাব বা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শ

ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা

রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা

দীর্ঘমেয়াদি অসুস্থতার পর বা শারীরিক দুর্বলতা থাকলে

ফোঁড়ার উপসর্গ

ত্বকের একটি অংশ শক্ত হয়ে যাওয়া

চাপ দিলে ব্যথা অনুভব হওয়া

ফোঁড়া দেখার আগেই কিছুটা অস্বস্তি বা লাল ভাব

কী করা উচিত?

ফোঁড়া থাকা জায়গা খোলা রাখুন

পাতলা এবং ঢিলেঢালা পোশাক পরুন

ত্বক পরিষ্কার রাখুন এবং ফোঁড়া অন্য জায়গায় ছড়াবেন না

পুষ্টিকর খাবার খান, তৈলাক্ত ও তেলচর্বিযুক্ত খাবার কম খান

ফোঁড়া ছিলতে বা পুঁজ বের করতে চেষ্টা করবেন না

চিকিৎসকের পরামর্শে অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করা যেতে পারে

পর্যাপ্ত পানি পান করুন

সতর্কতা

যদি ফোঁড়া কয়েক দিনের মধ্যে সেরে না যায়, বা জ্বর, ফোঁড়া থেকে রক্ত বের হয়—তাহলে ডাক্তার দেখানো জরুরি, কারণ সংক্রমণ আরও গভীরে গিয়ে হৃদযন্ত্র, ফুসফুস বা স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে।

সূত্র: হেলথলাইন

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top