নাজিফা তুষি তিন বছর পর ‘রইদ’ সিনেমায় চ্যালেঞ্জিং চরিত্রে ফিরেছেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৮
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার তিন বছর পর পর্দায় ফিরছেন নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে। সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। তবে এই চরিত্রের রূপায়ণ তার জন্য মোটেও সহজ ছিল না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তুষি জানিয়েছেন, চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তাকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। তুষি জানান, চরিত্রের প্রয়োজন অনুযায়ী তিনি নিজের গায়ের রঙ তামাটে করতে কোনো কৃত্রিম মেকআপ ব্যবহার করেননি। বরং প্রাকৃতিকভাবেই নিজেকে সাজিয়েছিলেন। তিনি বলেন, “আমি শরীরে সরিষার তেল লাগিয়ে রোদে যেতাম। সরিষার তেল মেখে রোদে গেলে ত্বক খুব দ্রুত বার্ন হয়। ফলে গায়ের চামড়া পুড়ে একদম কয়লা হয়ে গিয়েছিল।”
মেকআপ ব্যবহার না করার কারণ ব্যাখ্যা করে তুষি বলেন, “মেকআপ করলে দৌড়াদৌড়ি, বৃষ্টি বা ঘামলে তা সরে যাওয়ার ভয় থাকে। তাতে আমার আসল স্কিন বের হয়ে আসার সম্ভাবনা ছিল। তাই আমি ঝুঁকি নিতে চাইনি।”
তুষি আরও জানান, “এই প্রথম আমি এমন একটি চরিত্রে কাজ করেছি যার কোনো নাম ছিল না। চরিত্রের সাইকোলজির সাথে নিজেকে মানিয়ে নেওয়া সহজ ছিল না। এটি দেখতে সহজ মনে হলেও আদতে অনেক চ্যালেঞ্জিং ছিল।”
শুটিং প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সেখানে স্থানীয়দের মতো জীবনযাপন করতাম। এমনকি শুটিংয়ের পোশাকও আমরা রাস্তার ধারের ‘টুকের বাজার’ থেকে সাধারণ মানুষের ব্যবহৃত কাপড় কিনে পরতাম। কারণ চরিত্রের প্রতি বিশ্বাসযোগ্যতা আনাটাই ছিল আমার মূল লক্ষ্য।”
নাজিফা তুষির এই কঠোর পরিশ্রম ও নিবেদন ‘রইদ’ সিনেমায় চরিত্রের প্রতি বিশ্বাসযোগ্যতা ও প্রামাণিকতা যোগ করেছে বলে দর্শকরা আশা করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।