ঢাকার ব্রিটিশ হাইকমিশনে উড়লো ইউক্রেনের পতাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০৩:১৯

ঢাকার ব্রিটিশ হাইকমিশনে উড়লো ইউক্রেনের পতাকা

ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সংহতি প্রকাশ করে পতাকা উড়িয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) হাইকমিশন প্রাঙ্গণে এ পতাকা ওড়ানো হয়। ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এক টুইট বার্তায় এই তথ্য জানান।

তিনি টুইটে লেখেন, ঢাকার ব্রিটিশ হাইকমিশন রবিবার বিনা উস্কানি ও অবৈধভাবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে ইউক্রেনের পতাকা উড়িয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্য এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। রুশ হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক পরিসরে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দেশটি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top