শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পদ্মা সেতু হয়ে বাড়ির পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ জুলাই ২০২২, ২১:৩৪

পদ্মা সেতু হয়ে বাড়ির পথে প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে সড়কপথে সপরিবারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ জুলাই) সকাল ৮টায় রাজধানীর গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, পদ্মা সেতু পাড়ি দিয়ে বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছাবেন তিনি। প্রথমবারের মতো পদ্মা সেতুর ওপর দিয়ে নিজ জেলায় যাচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তিনি।

সেখানে বিভিন্ন সরকারি কর্মসূচিতেও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছে তার প্রেস উইং। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় তিনি টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top