মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

বাংলা‌দেশ‌কে ৩ বিলিয়ন ডলার দেবে দক্ষিণ কো‌রিয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২, ০০:৫১

বাংলা‌দেশ‌কে ৩ বিলিয়ন ডলার দেবে দক্ষিণ কো‌রিয়া

অবকাঠামো নির্মাণ, আইসিটি ও পরিবহন খা‌তে সহায়তার জন্য পাঁচ বছরের চুক্তির আওতায় বৈদেশিক উন্নয়ন সহায়তা হিসেবে বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলার দেবে দ‌ক্ষিণ কো‌রিয়া।

বুধবার (১০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নি‌য়ে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত দ‌ক্ষিণ কো‌রিয়ার রাষ্ট্রদূত লি জাং-কুন।

রাষ্ট্রদূত ব‌লেন, আশা করি, আগামী পাঁচ বছরে আমরা কিছু অর্থবহ কর্মসূচি বাস্তবায়ন করতে পারব। এবারের সহায়তার পরিমাণ বেশ বড়। কোরিয়ান সরকার প্রকল্পগুলো চূড়ান্ত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে এবং বছরের শেষ নাগাদ চুক্তি স্বাক্ষর হ‌তে পা‌রে ব‌লে আশা কর‌ছি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top