শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ব্র্যাকের প্রতিষ্ঠাতা

স্যার ফজলে হাসান আবেদের ১ম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ২২:২৩

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনেই না ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশের এই কৃতিসন্তান।

স্যার ফজলে হাসান আবেদ তার কর্মের মাধ্যমে সকলের কাছে প্রিয় হয়ে আছেন। বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য পেয়েছেন জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কার।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অশোকা তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। স্যার ফজলে হাসান আবেদ ২০১০ সালে ব্রিটেনের রানী ও ২০১৯ সালে নেদারল্যান্ডসের রাজা কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত হন। ২০১০ সালে জাতিসংঘ মহাসচিব, স্বল্পোন্নত দেশসমূহের উন্নয়নের লক্ষ্যে গঠিত পরামর্শদাতা দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন তাকে। 

দিবসটি উপলক্ষে ব্র্যাক ও ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের জীবনী নিয়ে ভার্চুয়াল আলোচনা সভারও আয়োজন করে। 

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top