সেনাবাহিনীর সিগন্যাল কোরের রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ১১:০৭

সেনাবাহিনীর সিগন্যাল কোরের রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ

সিগন্যাল কোর রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (আর্মি) মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সার্বিকভাবে সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় শাহরিয়া তালুকদারকে প্রধান অতিথি ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে যশোর সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top