দেশকে বদলাতে কী করতে হবে, দিশা দিলেন প্রধান উপদেষ্টা

রাজীব রায়হান | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৫, ১৮:৫৩

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল। থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক ইয়াং জেন ফোরামে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, একই নিয়মে সবসময় চলা যায় না। দেশকে বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে। এক্ষেত্রে তরুণরা বড় ভূমিকা রাখতে পারে। 

গ্রামীণ ব্যাংক নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, শুধু মুনাফার জন্য ব্যবসা করলে হবে না। সমাজকে বদলানোর জন্য আমাদের কাজ করতে হবে। সম্পদের ভারসাম্য আনতে হবে। একইসাথে পরিবেশের কথাও ভাবতে হবে। বাংলাদেশ অনেক বড় জায়গা, সেই তুলনায় নিজের পরিধি ছোট। ছোট পরিসরেই কাজ করার ইচ্ছা রয়েছে।

ডক্টর ইউনূস বলেন, ব্যবসায় মুনাফা পর্যন্ত ঠিক আছে। কিন্তু উদ্যোক্তার মনে লোভ চলে আসলে সেই ব্যবসা ধ্বংস হতে বাধ্য। তরুণরাই আগামী দিনের ভবিষ‍্যৎ, তাদের মাঝেই অনুপ্রেরণা পেয়ে থাকি। বক্তব্যের পর তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. মুহাম্মদ ইউনূস।

বিমসটেক সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ডে যান প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার স্থানীয় সময় ১২টার দিকে তিনি দেশটিতে পৌঁছান।

এই সম্মেলনের ফাঁকে আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে। সম্মেলনের শেষদিন আগামী দুই বছরের জন্য বিমসটেকের পরবর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেবেন ড. মুহাম্মদ ইউনূস।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top