অন্তর্র্বতী সরকারের নেতৃত্বে সমাজকল্যাণ খাতের আমূল পরিবর্তনের অঙ্গীকার
Nasir Uddin | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ১৭:৫১

অন্তর্র্বতী সরকারের নেতৃত্বে সমাজকল্যাণ খাতের আমূল পরিবর্তনের অঙ্গীকার করেছেন সামাজিক কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন বলেছেন, "অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা বাংলাদেশকে বিশ্বদরবারে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। একইভাবে, সমাজকল্যাণ মন্ত্রণালয়কে একটি আদর্শ ও সেরা মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"
বুধবার (২৩ এপ্রিল) আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে 'সামাজিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীজনদের নিয়ে পথচলা' শীর্ষক দু'দিনব্যাপী উপপরিচালক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, "বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার এই ঐতিহাসিক সুযোগ আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। এই দায়িত্ববোধ থেকে আমরা মন্ত্রণালয়ের সকল জঞ্জাল ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করবো। আমরা শৃঙ্খলা, স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত থাকবো।"
তিনি আরো বলেন, "অন্তর্র্বতীকালীন সরকার একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণ করেছে। গত সরকারের অপশাসন ও দুর্নীতির কারণে সমাজ যখন নিষ্পেষিত ছিল, তখন ৫ আগস্টের গণআন্দোলন তরুণদের মধ্যে বিপ্লবী চেতনার সঞ্চার করেছিল। আজ আমরা নতুন মূল্যবোধ ও নতুন অভিমুখে এগিয়ে চলেছি।"
শারমীন এস মুরশিদ বলেন, "আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে সমাজের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের সেবা নিশ্চিত হবে, তা বাস্তবায়নে আমাদের সকলের জবাবদিহিতা ও নিষ্ঠা অপরিহার্য।"
তিনি সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, "আপনাদের আলোচনা ও মতবিনিময় থেকে উদ্ভাবনী চিন্তা ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি হবে, যা সামাজিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে।"
এসময় সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন বলেন, আমাদের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নতি হয়। অন্যান্য মন্ত্রণালয়ের থেকে আমরা অধিক পরিমাণ অর্থ নিয়ে কাজ করি। আমাদের মাধ্যমে প্রায় ১২ হাজার কোটি টাকা বিতরণ হয়। যা পুরোটাই সমাজের উন্নয়নে। তাই আপনাদের আরও বেশি সচেতন হতে হবে।
এর আগে সকাল সাড়ে নয় টায় সম্মেলনের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান।
উক্ত দুইদিনব্যাপী সম্মেলনে বিকাল ৫:০০টা পর্যন্ত বিভিন্ন অধিবেশন ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলসহ সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং সদর দপ্তরের উপপরিচালকগণসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
সম্মেলনে অংশগ্রহণকারীরা বর্তমান সামাজিক চ্যালেঞ্জ, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করছেন। সমাজকল্যাণ খাতে টেকসই ও কার্যকর উন্নয়নের লক্ষ্যে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।