মাইলস্টোন ট্র্যাজেডি: শুধু কান্না নয়, ৩১ মৃত্যুতে প্রশ্নের মুখে আমরা সবাই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ১৫:৫৯

ছবি: সংগৃহীত

আজকের এই খবর কোনো সাধারণ দুর্ঘটনার খবর নয়। এটা ৩১টি প্রাণ হারানোর খবর। এটা শতাধিক পরিবারে শোকের আগুন ছড়িয়ে পড়ার গল্প।

২১ জুলাই, সোমবার। দুপুর। ঢাকার উত্তরা—মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সেখানে আকাশ থেকে নেমে আসে মৃত্যু। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয় স্কুল ভবনের ওপর। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে—দগ্ধ হয় শিশু, শিক্ষক, পথচারী।

একে একে বাড়তে থাকে মৃত্যু ও আহতের সংখ্যা। ২২ জুলাই দুপুর পর্যন্ত আইএসপিআর জানিয়েছে, মোট আহত ১৬৫ জন, নিহত ৩১ জন। বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন ভর্তি, মারা গেছেন ১০ জন। সিএমএইচে আহত ২৮, মারা গেছেন ১৬ জন। উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত ১ জন। বাকিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন ঢাকা মেডিকেল, ইউনাইটেড, লুবনা জেনারেল, কুয়েত মৈত্রী, শহিদ মনসুর আলীসহ অন্যান্য হাসপাতালে।

স্কুলের ছোট ছোট শিশুরা, তাদের শিক্ষিকা, অভিভাবক, ট্রাফিক পুলিশ—এই ঘটনায় কেউই রক্ষা পাননি। এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এই বেদনা কোনো একক পরিবারের শোক নয়। এটা গোটা জাতির জন্য এক ভয়াবহ দিন।

এখন প্রশ্ন একটাই—এই দুর্ঘটনা কীভাবে ঘটলো? একটি যুদ্ধবিমান কীভাবে একটি স্কুলের ওপর ভেঙে পড়ে?এর দায় কে নেবে? এতগুলো প্রাণের ক্ষতি কী শুধু দুর্ভাগ্য বলে উড়িয়ে দেওয়া যাবে? আজ শুধু চোখের জল যথেষ্ট নয়, চাই জবাবদিহি। চাই প্রতিটি প্রাণের ন্যায়বিচার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top