তৌহিদ আফ্রিদি গ্রেফতার: রাহী-সিয়ামের বিস্ফোরক অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫, ১৬:২৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেফতার হওয়া কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি নিয়ে তার বন্ধু তানভীর রাহী প্রকাশ করেছেন সতর্কবার্তা। সরাহীর ভাষায়, আফ্রিদি ক্যামেরার ভিতরে এক রকম, বাইরে এক রকম—তিনি বলছেন, ক্যামেরার বাইরে সে ভয়ংকর, ইউটিউব ইন্ডাস্ট্রিতে সবাই তাকে বাঘের মতো ভয় পায়। রাগ উঠলে বেল্ট দিয়ে পেটাতো।
আরেক কনটেন্ট ক্রিয়েটর সিয়াম অভিযোগ করেছেন, আড়াই বছর আগে আফ্রিদিকে নিয়ে কনটেন্ট বানানোর সময় তাকে ডিবি অফিসে ঘন্টার পর ঘন্টা পেটানো হয়। হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয় এবং ভিডিও কলে আফ্রিদি সমস্ত সময় দেখছিলেন। সিয়ামের ভাষায়—দেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন, আফ্রিদির ক্ষমতা কখনও কমবে না। ওর ক্ষমতা আগের মতোই থাকবে।
রবিবার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজারে সিআইডির বিশেষ অভিযানে আফ্রিদিকে গ্রেফতার করা হয়। এরপর রাতেই ঢাকায় আনা হয়। আদালতে সিআইডি ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে, আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আফ্রিদির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যার মামলা দায়ের হয়েছে, যেখানে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। তাঁর বাবা নাসির উদ্দিন সাথীও গ্রেফতার হয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।