বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন, সূচি প্রকাশ

আজিজুল ইসলাম | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫, ১৭:৩২

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—রাকসু নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরের বদলে ভোট হবে ২৮ সেপ্টেম্বর। তবে এই নতুন তারিখ ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

কারণ, ওই দিনই সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী। বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন হাজার হিন্দু শিক্ষার্থী থাকলেও তাঁদের ধর্মীয় উৎসবের দিনে ভোটগ্রহণের সিদ্ধান্তে ক্ষোভ দেখা দিয়েছে।

বিভিন্ন ছাত্রসংগঠন এবং শিক্ষার্থীরা বলছেন—এটা উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র, যাতে হিন্দু শিক্ষার্থীরা ভোট থেকে বঞ্চিত হয়। কেউ কেউ বলছেন, প্রশাসন ইচ্ছে করে বিভাজন তৈরি করছে।

তবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম দাবি করেছেন—বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ীই তারিখ নির্ধারণ করা হয়েছে। পূজার ছুটি শুরু হওয়ার আগেই সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

নতুন সূচি অনুযায়ী—মনোনয়ন ফরম বিতরণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। জমা নেয়া হবে ১ থেকে ৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই ৮ ও ৯ সেপ্টেম্বর। প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর। আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে ১৪ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর।

ভোটগ্রহণ হবে ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে। আর সেদিনই গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top