বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

তিন মাসের মধ্যে নির্বাচন হলে ঝামেলা এড়ানো যেত: ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫, ১৮:০০

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন হলে অনেক ঝামেলা এড়ানো যেত। বুধবার (২৭ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে, এমনকি ব্যাংক থেকেও টাকা তোলার ক্ষেত্রে সীমাবদ্ধতা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। নতুন নতুন সংস্কার ও পদ্ধতির নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

বিএনপি মহাসচিবের দাবি— তিনি আগেই বলেছিলেন তিন মাসের মধ্যে নির্বাচন দিতে। কিন্তু তখন তাকে ক্ষমতায় যাওয়ার লোভে অভিযুক্ত করা হয়েছিল। অথচ আসল বিষয় ছিল দেশের স্থিতিশীলতা রক্ষা করা।

তিনি অভিযোগ করেন— সরকারের ভেতরে একটি মহল গণতন্ত্রের পক্ষের শক্তিকে ক্ষমতায় আসতে দিতে চায় না। বিদেশেও বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনা ঘটছে। তার অভিযোগ— আওয়ামী লীগ বিদেশে টাকা খরচ করে বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top