আবার তত্ত্বাবধায়ক সরকার চান সাবেক প্রধানমন্ত্রী হাসিনা?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫, ১৮:০৯

বাংলাদেশে আবারও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বড় আলোচনা। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বুধবার এক ব্রিফিংয়ে বলেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। তিনি রসিকতা করে বলেন— ভূতের মুখে রাম নাম।
পটভূমিটা হচ্ছে—সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়েছিলো। কিন্তু আজকে আদালতে আবার বলা হয়েছে—এ ব্যবস্থায় ফিরে যেতে চায় দেশ।
অ্যাটর্নি জেনারেল দাবি করেন— তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে আর কারো রক্ত দিয়ে ভোটের অধিকার আদায় করতে হবে না। কোনো মায়ের বুক খালি হবে না, কেউ প্রিয়জন হারাবে না।
তিনি আরও অভিযোগ করেন—আওয়ামী লীগ সরকার বলেছিলো, অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাবে না। অথচ তারাই নিজেরা ছিল অনির্বাচিত সরকার। তাই এখন প্রশ্ন উঠছে— আসলেই কি বাংলাদেশে আবার ফিরে আসছে তত্ত্বাবধায়ক সরকার?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।