বারিধারায় মাদকসহ সেলিম প্রধান গ্রেপ্তার, মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪

রাজধানীর বারিধারা থেকে মাদকসহ সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। ঘটনা আজ শনিবার ভোর ৪টায় ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার চালাতেন। পুলিশ তাকে সিসা সরঞ্জামসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গুলশান থানায় তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
সেলিম প্রধান ২০১৯ সালের অক্টোবর মাসে বিদেশে পালিয়ে যাওয়ার সময় অনলাইনে অবৈধ ক্যাসিনোর মূল হোতা ছিলেন। সে সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব তার গুলশানের কার্যালয় এবং বনানীর বাসায় অভিযান চালায়। অভিযানে জব্দ হয় ৪৮ বোতল বিদেশি মদ, ২৯ লাখ টাকা, ৭৭ লাখ সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, দুটি হরিণের চামড়া, ৩২টি ব্যাংকের চেক এবং একটি অনলাইন গেমিং সার্ভার। পরে তিনি জামিনে বের হন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সেলিম প্রধানকে আদালতে পাঠানো হয়েছে। মামলা চলছে, আরও তদন্ত অব্যাহত রয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।