রাজধানী কাঁপাল শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে মানুষ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এটি অনুভূত হয়।
শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ কেঁপে ওঠে বহুতল ভবনগুলো। আতঙ্কে অনেক মানুষ দৌড়ে রাস্তায় নেমে আসে।
প্রাথমিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৫ দশমিক ৯ মাত্রায় এই ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তিস্থল ভারতের আসামে।
ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর অঞ্চলের বিভিন্ন স্থান থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। অনেকে জানিয়েছেন, কয়েক সেকেন্ড ধরে ভবন কেঁপে ওঠে।
এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।