রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

ফেব্রুয়ারির নির্বাচন হবে গণতন্ত্রের মহোৎসব: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৩

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন—আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে একটি মহোৎসবের নির্বাচন।

রবিবার রাজধানীতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়েই জাতির সত্যিকারের নবজন্ম হবে। এতো ত্যাগ তখনই সার্থক হবে, যদি আমরা সেই নবজন্ম অর্জন করতে পারি।

জুলাই সনদকে তিনি শুধু রাজনৈতিক সংস্কারের নকশা নয়, বরং গণতন্ত্র ও সুশাসনের দীর্ঘমেয়াদি রোডম্যাপ হিসেবে বর্ণনা করেন।

এদিনই অন্য এক অনুষ্ঠানে ইউনূস বলেন—মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়।

আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের নতুন ভবন উদ্বোধন করে তিনি প্রযুক্তিকে কাজে লাগিয়ে সবার জন্য উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরির আহ্বান জানান। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top