১৮ সেপ্টেম্বর থেকে জামায়াতের যুগপৎ আন্দোলন শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা কিছু ইসলামী দল। এই আন্দোলনের মূল লক্ষ্য হলো ‘জুলাই সনদের’ কার্যকর বাস্তবায়ন এবং একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করা।
দাবিগুলোর মধ্যে আছে—১. জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন, ২. আওয়ামী লীগের দোসর ও ভারতের এদেশীয় এজেন্টদের রাজনীতি নিষিদ্ধকরণ, ৩. জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, ৪. আগামী সংসদ নির্বাচনে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি কার্যকর করা, এবং ৫. সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) নিশ্চিত করা।
বাংলাদেশ খেলাফত মজলিস এরই মধ্যে তাদের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। যার শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল দিয়ে। ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়েও বিক্ষোভ করবে তারা।
জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলগুলোও আজ তাদের নিজস্ব কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। তবে, এই যুগপৎ আন্দোলনে সব দল যোগ দিচ্ছে না। এনসিপি, এবি পার্টি এবং গণঅধিকার পরিষদ আপাতত এই আন্দোলনের বাইরে থাকছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।