জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা, ফেব্রুয়ারিতে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৯

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ নয়, রাজনৈতিক সমঝোতাকেই অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল রাজধানীতে ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে তিনি বলেন, ‘সমঝোতায় আসতেই হবে। ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের নবজন্মের সুযোগ দিয়েছে। কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। দলগুলোকে আলোচনার জন্য আরও সময় দেওয়া হয়েছে।

বিএনপি বলছে, সুপ্রিম কোর্টের মতামত নিয়ে সংস্কার করা হোক। জামায়াত চাইছে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার ও গণভোট। এনসিপি প্রস্তাব করেছে গণপরিষদ নির্বাচন। অন্যান্য দলও সনদের আইনি ভিত্তি চেয়েছে।

ইউনূস বলেছেন, আপনারা দীর্ঘ পথ অতিক্রম করেছেন, এখন সামান্য রাস্তা বাকি। ফেব্রুয়ারির প্রথমার্ধেই মহোৎসবের নির্বাচন হবে। স্বৈরাচারের সব পথঘাট বন্ধ করতে হবে।

সবকিছু এখন নির্ভর করছে শেষ অংশটুকুর ওপর। রাজনৈতিক সমঝোতা হলে জুলাই সনদই হবে নতুন বাংলাদেশের ভিত্তি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top