১ লাখ সেনা সদস্য জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় এক লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে। তিনি বলেন, তবে নির্বাচন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এখানে জনগণের ভূমিকাই মুখ্য।
বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা, জাতীয় সংসদ নির্বাচন এবং মাদক প্রতিরোধ বিষয়েও আলোচনা হয়েছে।
উপদেষ্টা জানান, নির্বাচনে পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড, র্যাবসহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী অংশ নেবে। তিনি বলেন, “বর্তমানে মাঠে ত্রিশ হাজার সেনা আছে, নির্বাচনের সময় এক লাখের মতো সেনা ও অন্যান্য বাহিনী দায়িত্ব পালন করবে।”
তিনি আরও যোগ করেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর সমন্বয়, নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
উপদেষ্টা আশা প্রকাশ করেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। তিনি সকল ধর্মের মানুষকে সহযোগিতার আহ্বান জানান এবং সতর্ক থাকার পরামর্শ দেন।
সাংবাদিকদের মাধ্যমে সত্য ঘটনা প্রকাশের গুরুত্বে গুরুত্বারোপ করে তিনি বলেন, “গুজব প্রতিরোধে আপনারাও সহযোগিতা করবেন। ইউটিউব বা সামাজিক মাধ্যমে ভুয়া তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
মাদক, অস্ত্র ও রোহিঙ্গা পরিস্থিতি
চট্টগ্রামে অস্ত্র উদ্ধার কিছুটা জটিল হলেও নির্বাচন আগেই আরও উদ্ধার সম্ভব হবে বলে তিনি জানান। মাদক নিয়ন্ত্রণে কক্সবাজারে ফোর্স বাড়ানো হয়েছে। মিয়ানমারের আরাকান আর্মি বেঁচে থাকায় সীমান্তবর্তী এলাকায় মাদক প্রবেশের সমস্যা রয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে দ্রুত তাদের দেশে ফেরত পাঠানো সরকারের লক্ষ্য।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।