ড. ইউনূস পেলেন ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’: শিক্ষার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৬

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে এক মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন। থিয়ারওয়ার্ল্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে তাকে ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
গত সোমবার, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তার অগ্রণী ভূমিকা এবং শিক্ষার প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত গর্ডন ব্রাউন ও থিয়ারওয়ার্ল্ডের চেয়ারম্যান সারা ব্রাউন। ড. ইউনূসের দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণভিত্তিক উদ্যোগ এবং শিক্ষাকে মিশনের অংশ করার প্রচেষ্টা অতিথিদের গভীরভাবে অনুপ্রাণিত করে।
পুরস্কার গ্রহণকালে ড. ইউনূস বলেন, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো ঋণও একটি মৌলিক মানবাধিকার। তিনি আরও বলেন, ক্ষুদ্রঋণের সঙ্গে শিক্ষাকে যুক্ত করেছি, যাতে নারীরা সন্তানদের স্কুলে পাঠাতে পারে। তিনি ছোটবেলা থেকেই শিশুদের উদ্যোক্তা হওয়ার শিক্ষা দেওয়ার এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসাকে মানবকল্যাণের শক্তি হিসেবে ব্যবহারের পাঠ দেওয়ার ওপর জোর দেন। ড. ইউনূসের মতে, মানবজাতির সব সমস্যার সমাধান ব্যবসায়িক উপায়ে করা সম্ভব।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।