সবাই মিলে গড়ব নিরাপদ বাংলাদেশ: তারেক রহমানের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৪
এমন এক বাংলাদেশ গড়তে চাই, যা একজন মা দেখেন! ১৭ বছরের নির্বাসন শেষে আজ রাজধানীর ৩০০ ফিট সড়কে দাঁড়িয়ে এভাবেই নিজের স্বপ্নের কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ ২৫শে ডিসেম্বর। দুপুর পৌনে ৪টায় লাল-সবুজ রঙে সাজানো সেই বিশেষ বাসে করে সংবর্ধনাস্থলে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে ৪ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন তিনি মঞ্চে উঠলেন, তখন লাখো মানুষের কণ্ঠে শুধু প্রিয় নেতার নাম।
বক্তব্যের শুরুতেই তিনি গুরুত্ব দেন জননিরাপত্তায়। তারেক রহমান বলেন, আমরা এমন এক নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-শিশু-নির্বিশেষে সবাই নিরাপদে ঘর থেকে বের হবে এবং নিরাপদে ঘরে ফিরবে। পাহাড়ি, সমতলী কিম্বা সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অবদানের কথা স্মরণ করিয়ে দেন তিনি।
শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে তিনি বলেন, ৭১ এবং ২৪-এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে একটি গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিতের ওপর দেশ গড়তে হবে। তরুণ প্রজন্মকেই আগামীর কান্ডারি হিসেবে অভিহিত করে তিনি তিনবার উচ্চারণ করেন— আমরা দেশের শান্তি চাই।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।